নিউজিল্যান্ডকে নিয়ে ছেলেখেলা অভিষেক, সূর্য’দের, দু’ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে
নতুন পয়গাম, স্টাফ রিপোর্টার: একদম সঠিক সময়ে ফর্মে ফিরলেন ক্যাপ্টেন সূর্য। নিউজিল্যান্ডের সাথে সিরিজে প্রথম তিনটে ম্যাচেই রান পেলেন তিনি। রান পেয়েছেন কালকের ম্যাচেও, তবে তাঁর ২৬ বলে ৫৭ রানের ইনিংস ফিকে হয়ে গেল সতীর্থ অভিষেকের ইনিংসের কাছে। অভিষেকের ব্যাটিং এতটাই উজ্বল ছিল যে,সূর্যও ম্লান হয়ে গেল। রবিবার রীতিমতো ছেলেখেলার মেজাজে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে আট উইকেটে জয় এল ৬০ বল বাকি থাকতে। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে থাকা ভারতের পরের লড়াই বুধবার বিশাখাপত্তনমে।
রবিবার ব্রহ্মপুত্রের পাড়ে ধুন্ধুমার মেজাজে বিপক্ষকে চুরমার করলেন অভিষেক শর্মা। ঝড় তুললেন ঈশান কিষান এবং সূর্যকুমার যাদবও। ইনিংসের প্রথম বলে সঞ্জু স্যামসন বোল্ড হলেও দলীয় পঞ্চাশ এল মাত্র ৩.১ ওভারে। শুরুতে বেশি আক্রমণাত্মক ছিলেন ঈশান। ছক্কা হাঁকানোর নেশায় তিনি (১৩ বলে ২৮) ফেরার পর অভিষেক হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। সিরিজ জয়ের মঞ্চে ১৫৪ রানের টার্গেট তাড়া করে পাওয়ার প্লে’র ছয় ওভারেই ওঠে ৯৪! তারমধ্যে অভিষেকেরই ৫১। সেটাও ১৪ বলে! এই ফরম্যাটে কোনও ভারতীয়ের যা দ্বিতীয় দ্রুততম পঞ্চাশ। সামনে শুধুই গুরু যুবরাজ সিংয়ের ১২ বলে অর্ধশতরান। ভারতের একশো আসে মাত্র ৬.৩ ওভারে। আর জয়ের লক্ষ্যে পৌঁছতে লাগল ঠিক দশ ওভার। অভিষেক শেষ পর্যন্ত ২০ বলে করলেন ৬৮। ৩৪০ স্ট্রাইক রেটে মারলেন সাতটি চার ও পাঁচটি ছক্কা। বিশ্বকাপের আগে তাঁর এমন গনগনে ফর্ম বাকি দেশগুলোর রক্তচাপ বাড়াতে বাধ্য। সঙ্গে যোগ হয়েছে ক্যাপ্টেন সূর্যের মোক্ষম সময়ে ছন্দে ফেরা। টানা দুটো ম্যাচে হাফ-সেঞ্চুরি এল তাঁর ব্যাটে। পরপর বাউন্ডারি মেরে সিরিজ জয়ে সিলমোহর দিলেন সূর্য। দুশোরও বেশি স্ট্রাইক রেটে ২৬ বলে তাঁর অপরাজিত ৫৭ রানে রয়েছে ছয়টি চার ও তিনটি ছক্কা। তবে এমন পরাক্রমী জয়ের মধ্যেও কাঁটা হয়ে বিঁধছে তিন ম্যাচেই সঞ্জুর ব্যর্থতা। ওপেনার হিসেবে তাঁর বিদায়ঘণ্টা বাজলে তাই অবাক হওয়ার কিছু নেই।
তবে কি সময় এসেছে জয়সওয়ালকে সুযোগ দেওয়ার!








