এসআইআর ভোগান্তির প্রতিবাদে রাজনগর ব্লক অফিসে রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির ডেপুটেশন
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, বীরভূম:
এসআইআর নোটিশ ও শুনানি পর্বকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমশ বাড়তে থাকায় প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজনগর ব্লক অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করল রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি। এদিন রাজনগর ইমামবাড়া প্রাঙ্গণ থেকে সংগঠনের পক্ষ থেকে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে একটি পদযাত্রা বের করা হয়। বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে পদযাত্রাটি ব্লক অফিসে এসে শেষ হয়। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর সাতজনের একটি প্রতিনিধি দল রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়।
রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সম্পাদক আবুল ফজল খান জানান, তাঁদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে– ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের ও তাঁদের সন্তানদের অযথা শুনানির নামে হয়রানি বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রে অতিরিক্ত নথিপত্রের প্রয়োজন নেই। তা সত্ত্বেও তাঁদের শুনানির জন্য ডেকে বিভিন্ন সমস্যার মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি শুনানি শিবিরে নথিপত্র জমা দেওয়ার পর রিসিভ কপি না দেওয়ার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাঁদের দাবিগুলি গুরুত্ব সহকারে শুনেছেন এবং আশ্বস্ত করেছেন যে কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। এছাড়াও শুনানি শিবিরে নথি জমা দেওয়ার পর রিসিভ কপি দেওয়া হবে বলে তিনি জানান। ছোটখাটো সমস্যা, বিশেষ করে পদবী সংক্রান্ত জটিলতা, এইআরও ও বিএলও-দের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে- এমন আশ্বাসও দেওয়া হয়েছে বলে সংগঠনের দাবি।








