এসআইআরের নামে ভোটার হয়রানির অভিযোগে বাদুড়িয়ায় সিপিআই(এম)-এর বিক্ষোভ ও ডেপুটেশন
নতুন পয়গাম, বাদুড়িয়া: এসআইআরের নামে বাদুড়িয়া বিধানসভা এলাকায় ৬৭,৩০৯ জন সাধারণ মানুষকে শুনানির নোটিস দিয়ে অকারণে হয়রানি করা হচ্ছে- এই অভিযোগে বুধবার বাদুড়িয়ায় ব্যাপক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে CPI(M)-এর ডাকে বাদুড়িয়া চৌমাথা থেকে শুরু হয় মিছিল। মিছিলটি বাদুড়িয়া-বেড়াচাঁপা রোড ধরে ঈশ্বরীগাছায় অবস্থিত বিডিও অফিসের দিকে এগোলে পুলিশ অফিসের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেয়। এতে উত্তেজনা ছড়ায় এবং বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে সল্প বাদানুবাদের পর পরিস্থিতি চরমে উঠলে শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়ে প্রধান গেট খুলে দেয়। এরপর বিডিও অফিস চত্বরে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম)-এর নেতারা অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। সভায় বক্তব্য রাখেন পার্টি নেত্রী গার্গী চ্যাটার্জি, রাজু আহমেদ, মহম্মদ সেলিম গায়েন ও গোলাম মণ্ডল। সভার সভাপতিত্ব করেন ক্ষিতিশ মণ্ডল। অন্যদিকে, বারাসত ২ নম্বর ব্লকে পার্টির ডাকে চলা ডেপুটেশন কর্মসূচির সময় সিপিআই(এম)-এর নেতা-কর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আহমেদ আলি খান, মহাদেব ঘোষ, মহিলা নেত্রী ডলি মুখার্জি, চন্দনা দে, মধুমিতা দত্ত, শুভঙ্কর নিয়োগী, বিশ্বনাথ পাত্র ও প্রতীপ দাস-সহ ১০ জন নেতা-কর্মী আক্রান্ত হন বলে দাবি করা হয়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিও তোলা হয়। বিক্ষোভ কর্মসূচির শেষে ৬ জনের একটি প্রতিনিধিদল তাদের দাবি সম্বলিত স্মারকলিপি বিডিও পার্থ হাজরা-র হাতে তুলে দেন।








