৭৭তম প্রজাতন্ত্র দিবসে চোপড়ার লালবাজারে বর্ণাঢ্য কর্মসূচি, উদ্যোগে দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি
নতুন পয়গাম, রৌশন আলম, চোপড়া:
স্বাধীন ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চোপড়ার লালবাজারে জাতীয় সংহতি ও ঐক্যের বার্তা নিয়ে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। এদিন ম্যারাথন দৌড়, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবকদের অংশগ্রহণে ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় চলাকালীন দেশাত্মবোধক স্লোগান ও প্ল্যাকার্ড সহ একটি শোভাযাত্রা এলাকার প্রধান সড়কগুলি পরিক্রমা করে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে জাতীয় সংহতি ও দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়। উপস্থিত দর্শক ও অতিথিরা এই পরিবেশনায় মুগ্ধ হন। ম্যারাথন দৌড় ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং ডিসিবি নিউজ (DCB News)-এর পক্ষ থেকে নগদ অর্থ, উপহার সামগ্রী, ট্রফি, সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সমাজকর্মী, শিক্ষাবিদ, স্থানীয় পুলিশ ফাঁড়ির আধিকারিক, যুবক-যুবতীসহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এ ধরনের গঠনমূলক ও দেশপ্রেমমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির বার্তাকে আরও সুদৃঢ় করেছে।








