ভাঙড়ে রক্তদানে নতুন দৃষ্টান্ত, রক্ত দিলেন দুই হিজড়া
নতুন পয়গাম, সাহিনুর ইসলাম, ভাঙড়: ভাঙড়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের স্বপ্ন পূরণ’। তৃতীয় লিঙ্গ বা হিজড়া সমাজকে আমন্ত্রণ জানিয়ে মঞ্চে সম্মানিত করার পাশাপাশি, রক্তদানে অংশ নিয়ে নজির গড়লেন দুই হিজড়া। ভাঙড়ে এই প্রথম এমন ঘটনা প্রত্যক্ষ করলেন এলাকাবাসী। প্রতি বছরের মতো এ বছরও ভাঙড়ের ভোজেরহাট সংলগ্ন উশপাড়ায় ‘আমাদের স্বপ্ন পূরণ’-এর উদ্যোগে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, সকাল থেকে সাড়ম্বরে শুরু হয় এই অনুষ্ঠান। সকাল ১০টায় ফিতা কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন সমাজসেবী আকরাম মোল্লা। শুধু রক্তদান শিবিরেই সীমাবদ্ধ ছিল না এই কর্মসূচি। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ৮ জন কৃতি প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ডেঙ্গু সচেতনতার বার্তা পৌঁছে দিতে সাধারণ মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয় এবং প্রবীণদের হাতে তুলে দেওয়া হয় লাঠি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণ। মোট ৫ জন হিজড়াকে আমন্ত্রণ জানিয়ে মঞ্চে তুলে সম্মান জানানো হয়। সেই সঙ্গে দুই হিজড়ার রক্তদান উপস্থিত সকলকে অভিভূত করে। উদ্যোক্তাদের এই উদ্যোগ সমাজে সাম্যের বার্তা বহন করছে বলে মনে করছেন অনেকে। এই রক্তদান উৎসবে পুরুষদের পাশাপাশি মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্বেচ্ছাসেবী, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃত্ব এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে এদিন মোট ৬১১ জন রক্তদাতা রক্তদান করেন। মানবিকতা, সচেতনতা ও সামাজিক সমতার বার্তা নিয়ে ভাঙড়ে এক নতুন মাইলফলক তৈরি করল ‘আমাদের স্বপ্ন পূরণ’ , এমনটাই মত সাধারণ মানুষের।








