ঐতিহ্যবাহী অরঙ্গাবাদ হাই মাদ্রাসায় নতুন প্রধান শিক্ষক নিয়োগ ঘিরে খুশির হাওয়া
নতুন পয়গাম, অরঙ্গাবাদ: মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী অরঙ্গাবাদ হাই মাদ্রাসায় (উ:মা:) দীর্ঘ পাঁচ বছর পর প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে। প্রধান শিক্ষক হিসেবে আনসার হোসেন খান বুধবার যোগদান করেন। এই মাদ্রাসায় যোগদানের পূর্বে তিনি বীরভূমের নওদা পালুন্দি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে তিনি কর্মরত ছিলেন। তাঁকে মাদ্রাসা কর্তৃপক্ষ দায়িত্বভার তুলে দিয়েছে। নতুন প্রধান শিক্ষক যোগদান করায় মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকা,ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে খুশির হাওয়া উল্লেখ্য, গত ২০২১ সালের মার্চ মাসে এই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাবুদ্দিন অবসর গ্রহণ করেন। তাঁর অবসর গ্রহণের পর থেকে মাদ্রাসা পরিচালনা,পঠনপাঠন, মিড ডে মিল, হস্টেল সহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ ওঠে। মাদ্রাসার হাল ফেরাতে মাদ্রাসা শিক্ষা পর্ষদ আনসার হোসেন খানকে অরঙ্গাবাদ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করে। এই বিষয়ে নব নিযুক্ত প্রধান শিক্ষক আনসার হোসেন খান জানান, ঐতিহ্যবাহী এই মাদ্রাসার পঠনপাঠন সহ সামগ্রিক উন্নয়ন তাঁর মূল লক্ষ্য। মাদ্রাসার সুনাম ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।








