‘উন্নয়নের পাঁচালি’ সম্মাননা স্মারক প্রদান ড. ওবাইদুর রহমানকে
নতুন পয়গাম, উমার ফারুক, নতুন পয়গাম, চাঁচল: চাঁচল-২ ব্লকের শুক্রবাড়ী আবুল কাশেম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ড. ওবাইদুর রহমানকে ‘উন্নয়নের পাঁচালি’ সম্মাননা স্মারক প্রদান করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। শনিবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে স্থানীয় বিধায়ক জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি এই সম্মাননা স্মারক তুলে দেন। এই প্রসঙ্গে বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, বাংলার শিক্ষা সংস্কৃতি জগতের অন্যতম ব্যক্তিত্ব শুক্রবাড়ী আবুল কাশেম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ড. ওবাইদুর রহমান। যিনি তাঁর কাজের মাধ্যমে গৌরবান্বিত করেছেন। তাঁর হাতে রাজ্যের সম্মানীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি তুলে দিতে পেরে আমি গর্বিত। রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক সুরক্ষা প্রকল্প, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে সরকারের অবদানের কথা তুলে ধরলাম এই সৌজন্য সাক্ষাতে। ড. ওবাইদুর রহমান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পেয়ে আমি আপ্লুত, কৃতজ্ঞ। আমার গুরুদায়িত্ব আরও বেড়ে গেল।








