ইন্দাস থানার বড় সাফল্য: ৮০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার এক
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, ইন্দাস:
ইন্দাস থানার পুলিশের তৎপরতায় ফের বড়সড় সাফল্য এল বেআইনি মদ কারবারের বিরুদ্ধে অভিযানে। গোপন সূত্রে খবর পেয়ে রোল অঞ্চলের পূর্বপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। পাশাপাশি বেআইনি মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোল অঞ্চলের পূর্বপাড়ায় একটি চুলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ প্রস্তুত করে তা স্থানীয় এলাকায় বিক্রি করা হচ্ছিল– এমন তথ্য আসে ইন্দাস থানায়। খবর পাওয়া মাত্রই কোনও রকম বিলম্ব না করে পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান।
অভিযান চলাকালীন বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইন্দাস থানার পুলিশ জানিয়েছে, সমাজের ক্ষতিকর এই বেআইনি মদ কারবারের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে এবং কোনওরকম অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।








