জামালপুরে মহাসমারোহে পালিত হলো বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী
নতুন পয়গাম, এবাদত ইসলাম, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমানের জামালপুরে ২৩ জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হলো। জামালপুর ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধক্ষ মেহেমুদ খাঁন। পতাকা উত্তোলন করে নেতাজীর ছবিতে মাল্যদান ও দুই বিখ্যাত মনীষী স্বামী বিবেকানন্দ ও ড এ পি জে আব্দুল কালামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। পরে জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও বিধায়ক অলক কুমার মাঝি। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, জয়দেব দাস সহ অন্যান্যরা।সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজীর ছবিতে মাল্যদান করা হয় ও সকলকে মিষ্টি মুখ করানো হয়।
চকদিঘী অঞ্চলে আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহাশক্তি কোল্ড স্টোরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শতাধিক রক্তদাতা সেখানে রক্তদান করেন। সেখানেও জাতীয় পতাকা উত্তোলন করে ও নেতাজির ছবিতে মাল্যদান করে রক্তদান শিবিরের সূচনা করা হয়।রক্তদাতাদের উৎসাহিত করতে অতিথী হিসাবে উপস্থিত হন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক,ব্লকের মহিলা নেত্রী কল্পনা সাতরা সহ অন্যান্যরা। ছিলেন চকদিঘী অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান। আলু ব্যবসায়ী সমিতির সভাপতি রবিন ঘোষ ও সম্পাদক কৌশিক দাস জানান নেতাজি সুভাষচন্দ্র বসুর মত একজন মহান দেশ প্রেমিকের জন্মদিনে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন মুমূর্ষ মানুষকে বাঁচাবার জন্য। আজ তাদের এই রক্তদান শিবিরে ১০০ জনের অধিক মানুষ রক্ত দান করেছেন যার মধ্যে অধিকাংশই মহিলা। সংগৃহীত রক্ত কলকাতার কোঠারি হসপিটালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে।








