ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে সুভাষগ্রামে নেতাজির জন্মদিবসে পরাক্রম দিবস উদযাপন
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুভাষগ্রাম:
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস পরাক্রম দিবস হিসেবে পালিত হলো সুভাষগ্রামে। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভাগের উদ্যোগে সুভাষগ্রাম রেল ময়দানে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপিত হয়। এদিন সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে পরাক্রম দিবসের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভাগের অধিকর্তা আশিস কুমার গিরি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপলক্ষে নেতাজিকে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বহু মানুষ অংশগ্রহণ করেন। দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতাজিকে নিয়ে দেওয়া ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। পাশাপাশি সারাদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নেতাজি বিষয়ক আলোচনা সভা, পুতুলনাচ-সহ একাধিক মনোজ্ঞ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন আশিস কুমার গিরি নেতাজির পৈতৃক ভিটে সুভাষগ্রামের কোদালিয়ায় গিয়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন। সেখানে সংরক্ষিত নেতাজির ব্যবহৃত নানা সামগ্রী ঘুরে দেখেন তিনি। কোদালিয়ার বাড়িতে নেতাজির স্মৃতিচিহ্ন দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে আশিস কুমার গিরি বলেন, ২০২১ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশনায়কের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের আদর্শকে স্মরণ করতেই এই দিনে সারা দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও জানান, ওড়িশার কটক এবং পশ্চিমবঙ্গের সুভাষগ্রামে এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপন করা হয়, যাতে দেশবাসী নেতাজির পরাক্রম ও আদর্শ সম্পর্কে আরও সচেতন হন।








