বন্ধ ডাইমেনশন কারখানা পুনরায় চালুর উদ্যোগে শ্রমিক নেতা মহম্মদ ওয়েস
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া:
বড়জোড়া শিল্পাঞ্চলের অন্তর্গত দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ডাইমেনশন কারখানা পুনরায় চালু করার দাবিতে সক্রিয় উদ্যোগ গ্রহণ করলেন বড়জোড়া ব্লক আইএনটিটিইউসির সভাপতি শ্রমিক নেতা মহম্মদ ওয়েস। কারখানা বন্ধ থাকায় সংশ্লিষ্ট বহু শ্রমিক কাজ হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। পাশাপাশি শ্রমিক, ঠিকাদার ও কারখানার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির ন্যায্য পাওনাও দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এই পরিস্থিতিতে কারখানা পুনরুজ্জীবন ও শ্রমিকদের বকেয়া পাওনা দ্রুত মেটানোর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফা আলোচনা করেন মহম্মদ ওয়েস। তিনি জানান, শ্রমিকদের প্রাপ্য অর্থ যাতে দ্রুত হাতে আসে এবং একইসঙ্গে ডাইমেনশন কারখানাটি পুনরায় চালু হয়—এই দুই লক্ষ্যকে সামনে রেখেই তাঁর এই উদ্যোগ।
এ প্রসঙ্গে মহম্মদ ওয়েস বলেন, বড়জোড়া শিল্পাঞ্চল ও ব্লকের প্রতিটি শিল্প ও কলকারখানা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, শ্রমিকরা যেন কোনওভাবেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন—এই দায়িত্ব নিয়েই দল তাঁকে শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্ব দিয়েছে। তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনের মূল দায়িত্ব শ্রমিক স্বার্থ রক্ষা করা হলেও মালিক পক্ষ যেন অযথা ক্ষতির সম্মুখীন না হন, সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যার সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েন শ্রমিকরাই।
তাই মালিক ও শ্রমিকের মধ্যে ভারসাম্য রক্ষা করে উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখাই শ্রমিক সংগঠনের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। পাশাপাশি মহম্মদ ওয়েস আরও বলেন, বড়জোড়া শিল্পাঞ্চলের প্রতিটি কারখানায় আইএনটিটিইউসির ইউনিট গঠন ও রেজিস্ট্রেশন করে সমস্ত শ্রমিককে সংগঠনের ছাতার তলায় এনে একটি ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠন গড়ে তোলা এবং শ্রমিক স্বার্থে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলাই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা।








