এসআইআর-এর বিরুদ্ধে খণ্ডঘোষে মিছিল ও পথসভা
নতুন পয়গাম, এবাদত ইসলাম, পূর্ব বর্ধমান: পশ্চিমবাংলার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল খণ্ডঘোষে। পূর্ব বর্ধমানের জেলার খণ্ডঘোষ ব্লকের সশঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল ও পথসভা। মাসিলা নপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি সশঙ্গা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে। মিছিলে পা মেলান বিভিন্ন শ্রেণির মানুষ– যাঁদের অভিযোগ, এসআইআর পদ্ধতির মাধ্যমে পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে।
আয়োজকদের দাবি, সাধারণ মানুষকে হয়রানি করা এবং গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতেই নির্বাচন কমিশন এই পদ্ধতি চাপিয়ে দিচ্ছে। তারই প্রতিবাদে এদিন রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গলা মেলান এলাকার মানুষজন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি দুই কর্মাধ্যক্ষ সাইফুদ্দিন চৌধুরী ও শেখ মইনুদ্দিন, খণ্ডঘোষ ব্লক আইএনটিটিইউসির সভাপতি হাসানুজ্জামান, সসঙ্গা অঞ্চল মহিলা তৃণমূল নেত্রী তাসমিনা খাতুন, সশঙ্গা অঞ্চল তৃনমূলের সভাপতি উত্তম পাঁজা সহ অন্যান্যরা। বিধায়ক নবীনচন্দ্র বাগ তিনি তাঁর বক্তব্যে বলেন, “এসআইআর পদ্ধতির নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক লড়াই গড়ে তুলতে হবে।” তিনি অবিলম্বে এই পদ্ধতি প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সশঙ্গা অঞ্চলের নবনিযুক্ত অঞ্চল তৃণমূলের সভাপতি উত্তম পাঁজা সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়– গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সাধারণ মানুষ কখনও পিছিয়ে থাকবে না। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও, জনতার ক্ষোভ ও প্রতিবাদের ভাষা ছিল স্পষ্ট, তীব্র এবং দৃঢ়।








