পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের কাজ খতিয়ে দেখতে লাভপুরে বিধায়ক অভিজিৎ সিনহার সরেজমিন পরিদর্শন
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, বীরভূম: পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় বীরভূমের লাভপুর ব্লকে মোট ৫৪টি রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। সেই সমস্ত রাস্তার কাজের অগ্রগতি ও নির্মাণের গুণমান খতিয়ে দেখতে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সরেজমিন পরিদর্শনে যান লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক, লাভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শোভন চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিধায়ক বিভিন্ন এলাকায় চলমান রাস্তার কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের মান ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, “কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে যে রাস্তাঘাট নির্মাণ করছে, সেগুলির কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা দেখা আমাদের দায়িত্ব।” উল্লেখ্য, রাস্তা নির্মাণকে ঘিরে বিভিন্ন সময় নিম্নমানের কাজের অভিযোগ ওঠে। সেই প্রেক্ষাপটে বিধায়কের এই সরেজমিন পরিদর্শনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিধায়কের উপস্থিতিতে একদিকে যেমন নির্মাণের গুণমান বজায় থাকার বিষয়টি নিশ্চিত হয়, তেমনই এলাকার সাধারণ মানুষও এতে সন্তোষ প্রকাশ করেন। এদিন রাস্তা পরিদর্শনের পাশাপাশি বিধায়ক সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং স্থানীয় শিশুদের সঙ্গে সময় কাটিয়ে মানবিকতার বার্তাও তুলে ধরেন।








