লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল সাড়ে চার বছরের এক শিশুর। ঘটনায় উত্তেজনা!
নতুন পয়গাম, নদিয়া: মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাড়ে চার বছরের এক শিশুর। ঘটনায় চরম উত্তেজনা নদীয়ার রানাঘাটের দক্ষিণপাড়া এলাকায়। শিশুটির নাম তীর্থঙ্কর মজুমদার, বয়স মাত্র সাড়ে চার বছর। বৃহস্পতিবার মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশুটি, হঠাৎই দক্ষিণপাড়া চৌমাথা মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে, তারপরেই রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুটি পড়ে যায় লরির তলায়। সাথে সাথেই মৃত্যু হয় শিশুর। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘাতক লরিটি পালানোর আগেই পুলিশ আটক করে। গ্রেফতার করা হয় গাড়ি চালক কে। স্থানীয়দের দাবি, দক্ষিণপাড়া চৌমাথা মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, কিন্তু নেই কোন ট্রাফিকের ব্যবস্থা। যার কারণে এই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হতে হলো একরত্তি শিশুটিকে। যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই ছোট্ট শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।








