এসআইআর সংক্রান্ত হয়রানির অভিযোগে কালিয়াচক-১ ব্লক বিডিও অফিসে কংগ্রেসের ডেপুটেশন
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: এসআইআর সংক্রান্ত একাধিক সমস্যার জেরে কালিয়াচক-১ ব্লকের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন– এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কালিয়াচক-১ ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কাছে ডেপুটেশন দিল কংগ্রেস। সাধারণ মানুষের পক্ষ থেকে এদিন লিখিতভাবে অভিযোগপত্র জমা দিয়ে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী। তিনি বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটের বাংলা সংস্করণ সঠিকভাবে কাজ না করায় ইংরেজি থেকে বাংলা নাম রূপান্তরের সময় প্রায় ৮০ শতাংশ ভোটারের নামের বানান ভুল হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ চরম বিভ্রান্তির মধ্যে পড়ছেন। তিনি আরও জানান, শুধুমাত্র কালিয়াচক-১ ব্লকেই প্রায় ১ লক্ষ ৩৮ হাজার ভোটারের SIR হেয়ারিং শুরু হয়েছে। অথচ ৩১ জানুয়ারি শেষ তারিখের মধ্যে এত বিপুল সংখ্যক মানুষকে একই জায়গায় ডেকে হেয়ারিং করা হচ্ছে, যা কার্যত হয়রানির সামিল। তাই একাধিক স্থানে ক্যাম্প করে সুষ্ঠুভাবে হেয়ারিং করার দাবি জানানো হয়েছে। ইশা খান চৌধুরী বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যাতে ডিএম ও বিডিও দপ্তর কাজ করে এবং সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, সেটাই তাঁদের মূল দাবি। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে যাতে ভোটাররা অকারণে ভোগান্তির শিকার না হন।








