ওন্দায় বিজেপি নেতার দোকান ও বাড়িতে হামলার অভিযোগ, পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার দাবি
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে এক বিজেপি নেতার দোকান ও বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের নেতা তাপস বারিককে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি দলীয় সম্মেলন সেরে বাড়ি ফেরেন বিজেপি নেতা তাপস বারিক। অভিযোগ, তিনি বাড়িতে পৌঁছনোর পরই তাঁর বাড়ির সংলগ্ন ওষুধের দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এরপর দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। বাড়ির বাইরে দরজায় শিকল লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। গ্রামবাসীদের সহায়তায় কোনওরকমে প্রাণে রক্ষা পান তাপস বারিক ও তাঁর পরিবারের সদস্যরা।
এই ঘটনায় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দাবি করেন, শুধুমাত্র বিজেপি করার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। শাসকদলের দাবি, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব আড়াল করতেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ বলেন, “আগুন লাগার ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীদের আগেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের উদ্ধার করে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতেই তৃণমূলের উপর দোষ চাপানো হচ্ছে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।








