সন্তোষ ট্রফিতে আজ উত্তরাখণ্ডের মুখোমুখি বাংলা
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে আজ দ্বিতীয় ম্যাচে উত্তরাখন্ডের বিরুদ্ধে মাঠে নামছে বাংলা। যারা তুলনামূলক সহজ প্রতিপক্ষ।
কেননা প্রথম ম্যাচে রাজস্থানের কাছে ২-৩ গোলে বশ মেনেছে উত্তরাখণ্ড। তাই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ারও সুযোগ থাকছে বাংলার সামনে। পরিচিত আক্রমণাত্মক ফুটবলে বিপক্ষের দুর্গে ফাটল ধরাতে চান কোচ সঞ্জয় সেন। ম্যাচের আগে তাঁর মন্তব্য, ‘ফুটবলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে। তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ’ উল্লেখ্য, সঞ্জয় সেনের কোচিংয়েই গতবার খেতাব জেতে বাংলা। ফাইনালে রবি হাঁসদার গোলে কেরলকে হারায় তারা। চলতি মরশুমেও শিরোপা ধরে রাখতে মরিয়া ৩৩ বারের চ্যাম্পিয়নরা।
আজ সন্তোষ ট্রফিতেঃ
বাংলা বনাম উত্তরাখণ্ড।
ম্যাচ শুরু দুপুর দুটোয়।
সম্প্রচারঃ ফিফা প্লাস অ্যাপে।








