ইন্দো-ইউরোপ ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ইঙ্গিত
নতুন পয়গাম, দাভোস: বিশ্ব অর্থনীতির মানচিত্রে এক নতুন অধ্যায় রচনার পথে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফনডার লিয়েন একে ‘মাদার অফ অল ডিল’বা ‘সব চুক্তির মা’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে তিনি ঘোষণা করেন, এই চুক্তির ফলে ২০০ কোটি মানুষের এক বিশাল বাজার তৈরি হবে, যা বিশ্বের মোট জিডিপি-র প্রায় এক-চতুর্থাংশ।
আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্টা এবং উরসুলা ফন ডার লিয়েন। সফর চলাকালীন ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ সম্মেলনে বহুল প্রতীক্ষিত এই ‘মুক্ত বাণিজ্য চুক্তি’-র আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ২০০৭ সালে এই চুক্তির আলোচনা শুরু হলেও ২০১৩ সালে তা থমকে গিয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে পুনরায় আলোচনা শুরু হয় এবং এখন তা চূড়ান্ত পর্যায়ে।
এই চুক্তি এমন এক সময়ে হচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের কঠোর শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করেছে। ফনডার লিয়েন বলেন, “ইউরোপ এই শতাব্দীর উদীয়মান অর্থনৈতিক শক্তিদের সাথে ব্যবসা করতে চায়। ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং গতিশীল দেশ।” ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত ও ইইউ-এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৫ বিলিয়ন ডলার, যা এই চুক্তির ফলে কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।







