রঞ্জি ট্রফি
নিজস্ব সংবাদদাতা: বিজয় হাজারে,মুস্তাক আলিতে ব্যর্থ বাংলা।নিজেদের প্রমানের শেষ সুযোগ হিসাবে এ মরসুমে পড়ে আছে রঞ্জি ট্রফি।সেখানে ৫ ম্যাচের ৩টিতে জয় ও ২টি ড্রয়ের সুবাদে ২৩ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ সি’র শীর্ষেই আছে লক্ষ্মীরতন শুক্লার দল। দীর্ঘ বিরতির পর ফের রঞ্জি ট্রফিতে বল গড়াচ্ছে আজ। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে দ্বিতীয় স্থানে থাকা সার্ভিসেসের বিরুদ্ধে নামছে বাংলা। এই ম্যাচ জিতলে নক-আউটে জায়গা কার্যত পাকা বঙ্গ-ব্রিগেডের। সেই লক্ষ্য পূরণে মরিয়া অভিমন্যু ঈশ্বরণ-মহম্মদ শামিরা। সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে শোচনীয় ব্যর্থ বাংলা রঞ্জি ট্রফিতে ভালো কিছু করে মুখরক্ষাই লক্ষ্য কোচ লক্ষ্মীরতন শুক্লার। মহম্মদ শামি, অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, আকাশদীপ, মুকেশ কুমার সহ পূর্ণশক্তির দল নিয়ে নামছে বাংলা। ফিরছেন সুদীপ চ্যাটার্জিও। তবে অভিষেক পোড়েল চোটের কারণে নেই। বৃহস্পতিবার প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলবেন অনুষ্টুপ মজুমদার। তাঁকে ‘১০০’ নম্বর লেখা জার্সিতে সংবর্ধনা জানাল সিএবি। বৃহস্পতিবার রঞ্জিতে দেখা যাবে ভারতীয় দলের একঝাঁক তারকাকে। এই তালিকায় রয়েছেন শুভমান গিল (পাঞ্জাব), লোকেশ রাহুল (কর্ণাটক), রবীন্দ্র জাদেজা (সৌরাষ্ট্র), মহম্মদ সিরাজ (হায়দরাবাদ)। পাঞ্জাব-সৌরাষ্ট্র ম্যাচে গিল বনাম জাড্ডুর ডুয়েলে নজর থাকছে ক্রিকেটপ্রেমীদের।তবে বাংলার চোখ থাকবে বাংলা বনাম সার্ভিসেস ম্যাচের দিকে।








