কলকাতার রঙ আজ বেগুনি, প্রশ্ন ন্যায্যতার
নতুন পয়গাম, সাহিনুর ইসলাম, নিউটাউন: বুধবার কলকাতার রাজপথে সবুজ, গেরুয়া বা লাল নয়, প্রধান রং ছিল বেগুনি। হাজার হাজার আশা কর্মী মহিলা বেগুনি শাড়ি ও সালোয়ার পরে রাস্তায় নেমেছেন তাঁদের ন্যায্য দাবির পক্ষে। তাঁদের প্রধান দাবি ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক পারিশ্রমিক, মাতৃত্বকালীন ছুটি সহ মোট আট দফা দাবি। যাঁরা প্রতিদিন গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত কাজ সামলান, সেই আশা কর্মীরাই আজ নিজেদের জীবিকার নিরাপত্তা নিয়ে আন্দোলনে সামিল। বসিরহাট ও মিনাখা এলাকা থেকে প্রায় শত শত আশা কর্মী মহিলা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল স্বাস্থ্য দপ্তরে পৌঁছে আট দফা দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে যোগ দেওয়া।
কিন্তু কলকাতায় পৌঁছানোর আগেই নিউটাউনের আর্ট কলেজের সামনে বিধাননগর পুলিশের পক্ষ থেকে তাঁদের আটকানো হয়। নিউটাউনের আর্ট কলেজ সিগনালে তাঁদের যাত্রা থমকে যায়। এর প্রতিবাদে আন্দোলনকারীরা রাস্তায় বসে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন। এর ফলে কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিধাননগর পুলিশ আন্দোলনকারীদের ছেড়ে দিতে বাধ্য হয়। আন্দোলনরত আশা কর্মীদের অভিযোগ, নিয়ম অনুযায়ী বছরে দু’টি করে শাড়ি ও সালোয়ার পাওয়ার কথা থাকলেও গত দুই বছরে একবারই পোশাক পেয়েছেন অনেকেই। আবার যাঁরা পোশাক পেয়েছেন, তাঁদের অনেকের দাবি সেই পোশাক মানসম্মত নয় এবং ব্যবহারযোগ্যও নয়।
এই পরিস্থিতিতে পোশাকের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন উঠছে। তবে পোশাকের চেয়েও বড় প্রশ্ন তাঁদের কাজের উপযুক্ত পারিশ্রমিক নিয়ে। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা পোশাক নয়, সম্মান চান। তাঁরা চান তাঁদের শ্রমের ন্যায্য মূল্য। বুধবার কলকাতার রাজপথে বেগুনি রঙের মধ্যে দিয়ে ফুটে উঠেছে সেই দীর্ঘদিনের বঞ্চনার কথা, যা নীরবে বহন করে চলেছেন হাজার হাজার আশা কর্মী মহিলা। আপনি চাইলে এটিকে আরও ছোট করে ব্রিফ নিউজ, হেডলাইন ফরম্যাট বা টিভি রিপোর্টিং ভাষায়ও তৈরি করে দিতে পারি।








