কাবিলপুর হাই স্কুলে ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নতুন পয়গাম, সাগরদিঘী: প্রতি বছরের মতো এ বছরও সাগরদিঘী ব্লকের কাবিলপুর হাই স্কুলে মঙ্গলবার বিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর ছাত্রছাত্রীদের নিয়ে মশাল দৌড় ও শপথ বাক্য পাঠের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দৌড়, কক ফাইট, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন খেলায় অংশ নেয়। ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতাটি ছিল এদিনের অন্যতম আকর্ষণ, যা দর্শকদের বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করে।
খেলা শেষে বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জিল্লুর রহমান, প্রধান শিক্ষক মজিবুর রহমান, ওবাইদুর রহমান, মঙ্গল চন্দ্র দাস, আব্দুর রউফ ও আব্দুল মালেক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মুর্শিদ সারওয়ার জাহান। আনন্দঘন পরিবেশে দিনভর চলা এই ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।








