দাবি আদায়ে রাজ্যজুড়ে আশা কর্মীদের আন্দোলন, ইন্দাস থানার সামনে পথ অবরোধ
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া:
দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যজুড়ে আন্দোলনে শামিল হয়েছেন আশা কর্মীরা। মঙ্গলবার কলকাতায় স্বাস্থ্য দপ্তরের কাছে ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হলে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশা কর্মীরা বাস ও ট্রেনে কলকাতার উদ্দেশে রওনা দেন। তবে অভিযোগ, শহরের বিভিন্ন প্রবেশপথে পুলিশ তাঁদের আটকে দেয় এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়। আশা কর্মীদের দাবি, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে গেলেও পুলিশি ঘেরাওয়ের মুখে পড়তে হয়েছে। এমনকি সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে ফোন করে অনেককে কলকাতায় যেতে নিষেধ করা হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের মধ্যে।
এর প্রভাব পড়ে রাজ্যের বিভিন্ন জেলাতেও। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে আশা কর্মীরা ইন্দাস হাসপাতাল থেকে মিছিল করে থানার সামনে পৌঁছে অবস্থান-বিক্ষোভ ও পথ অবরোধ করেন। কলকাতায় আশা কর্মীদের আটকানো ও গ্রেফতারের ঘটনার তীব্র প্রতিবাদ জানান তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তাঁরা অবহেলার শিকার। সম্মানজনক পারিশ্রমিক, সামাজিক সুরক্ষা ও স্বীকৃতির দাবিতে এই আন্দোলন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্দাস থানার পুলিশ আলোচনায় বসে আশ্বাস দিলে সাময়িকভাবে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। তবে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা।








