এসআইআর-এর চাপেই মৃত্যু? বড়ঞায় পঞ্চায়েত সদস্যের প্রয়াণে চাঞ্চল্য
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: ফের প্রশাসনের এসআইআর ঘিরে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বুধবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর শেখের। পরিবারের দাবি, প্রশাসনিক তদন্তজনিত প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে পাঁচথুপি এলাকায় থাকাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন জাহাঙ্গীর শেখ। পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরেই পঞ্চায়েত সংক্রান্ত এসআইআর নিয়ে তিনি গভীর মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। উন্নত চিকিৎসার আশায় সেখানেই তাঁকে ভর্তি করা হলে বুধবার দিনের শেষে তাঁর মৃত্যু হয়।
খবর ছড়িয়ে পড়তেই পাঁচথুপি গ্রামে শোকের ছায়া নেমে আসে। প্রশাসনিক চাপের কারণেই এই অকাল মৃত্যু বলে অভিযোগ তুলেছেন নিহতের পরিবার ও অনুগামীরা। যদিও এই অভিযোগ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।








