চারদিন পর সুন্দরবনের নদী থেকে উদ্ধার নিখোঁজ পর্যটকের দেহ
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি:
চারদিন পর অবশেষে সুন্দরবনের নদী থেকে উদ্ধার হলো নদীতে পড়ে যাওয়া এক পর্যটকের দেহ। শীতকাল এলেই বেড়ানোর মরসুম শুরু হয়, আর সেই সঙ্গে সুন্দরবনে পর্যটকদের ভিড়ও বাড়ে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পাশাপাশি নদীর বুকে লঞ্চে সারারাত কাটানো সুন্দরবন ভ্রমণের অন্যতম আকর্ষণ। কিন্তু সেই আনন্দ ভ্রমণই যে মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তারই করুণ উদাহরণ সামনে এলো। সম্প্রতি গড়িয়া থেকে ২২ জনের একটি পর্যটক দল সুন্দরবনে ঘুরতে আসে। গত শনিবার রাতে কুলতলির কৈখালির মাতলা নদীতে লঞ্চে রাত কাটাচ্ছিলেন তাঁরা। সেই সময় আচমকাই লঞ্চ থেকে পা পিছলে নদীতে পড়ে যান সুমন পাল নামে এক পর্যটক। বয়স ৩৫ বছর। তিনি পাটুলি থানার ব্রিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
ঘটনার পরপরই রাতভর নদীতে খোঁজাখুঁজি চালানো হলেও সুমন পালের কোনো সন্ধান মেলেনি। পরদিন রবিবার সকালে তাঁর সঙ্গীরা কুলতলি থানায় এসে নিখোঁজের খবর জানান। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ তল্লাশি শুরু করে। দশ জনের একটি ডুবুরি দল নামানো হয় মাতলা নদীতে। দীর্ঘ সময় অনুসন্ধান চালানো হলেও প্রথমদিকে কোনো সাফল্য আসেনি। অবশেষে বুধবার বিকেলে স্থানীয় মৎস্যজীবীরা নৈপুকুরিয়া নদীর কাটমারি ঘাট এলাকায় একটি দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। শনাক্তকরণের পর জানা যায়, দেহটি নিখোঁজ পর্যটক সুমন পালের। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।








