সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় জয়নগরের মেয়েদের উজ্জ্বল সাফল্য
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর :
জয়নগর মোয়া যেমন স্বাদে-গন্ধে পরিচিত, তেমনই পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও বারবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে। এবার অঙ্কনের মাধ্যমে রাজ্য তথা সর্বভারতীয় স্তরে নতুন করে গৌরবের ইতিহাস গড়ল জয়নগর। সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের কৃতী পড়ুয়ারা।শনিবার ও রবিবার উত্তর ২৪ পরগনার বিধাননগর ও নৈহাটিতে আয়োজিত দুইটি সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় অংশ নেয় জয়নগরের অক্ষয় আর্ট অ্যান্ড কালচার সংস্থা-র শিক্ষার্থীরা। অঙ্কন প্রশিক্ষক অক্ষয় ঘোষ-এর নেতৃত্বে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক বিভাগে সেরা সাফল্য অর্জন করে তারা।
শনিবার বিধাননগরের বি.ডি. পার্কে সর্বভারতীয় শিল্পকলা পরিষদ আয়োজিত সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় জয়নগর থেকে ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। ‘গ’ বিভাগে প্রায় ৪০০ প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অধিকার করে জুবাইদা মোল্লা ব্রোঞ্জ মেডেল লাভ করে। পাশাপাশি ‘ঘ’ বিভাগে অর্পিতা দাস অর্জন করে ‘সেরার সেরা’ পুরস্কার। এরপর রবিবার নৈহাটির ঐক্যতান মঞ্চে সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন আয়োজিত সর্বভারতীয় মেধা অংকন রত্ন প্রতিযোগিতায় জয়নগরের কৃতীরা আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ‘চ’ বিভাগে প্রায় এক হাজার প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে বৃষ্টি মিস্ত্রি ও তনুশ্রী ঘোষ ২৪ ক্যারেটের সোনার পুরস্কার জিতে নেয়। ‘ঘ’ বিভাগে স্বদেশ মালিক, কথা বলিয়ার, সোহানা গাজী, রঙ্গন রুই দাস, জয়শ্রী ভট্টাচার্য, পর্ণা মণ্ডল, প্রীতি সিংহ, আরোহী ঘোষ ও নিশা মিস্ত্রি সোনার প্লেট লাভ করে। এছাড়া আরও ৩৬ জন প্রতিযোগী রুপোর প্লেট অর্জন করে।
এই সাফল্যে উচ্ছ্বসিত অঙ্কন প্রশিক্ষক অক্ষয় ঘোষ রবিবার বলেন, “এত বড় সম্মান পেয়ে আমরা গর্বিত। এই সাফল্য শুধু জয়নগরের নয়, সারা দেশের কাছেই গর্বের। ছাত্রছাত্রীরা তাদের কঠোর পরিশ্রমের ফল পেয়েছে।” এই ঐতিহাসিক সাফল্যে খুশি কৃতি প্রতিযোগীরা, গর্বিত অভিভাবকরা এবং আনন্দে ভাসছে গোটা জয়নগর এলাকা।








