বহুভাষিক লেখক ড. রতন ভট্টাচার্যের জীবনালেখ্য
নতুন পয়গাম: আন্তর্জাতিক টেগোর অ্যাওয়ার্ড (DRDC UK & India) ২০২৪-এর বিজয়ী ড. রতন ভট্টাচার্য (Ph.D., DLitt, USA) ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির প্রাক্তন অ্যাফিলিয়েট ফ্যাকাল্টি এবং KIAS বা কলকাতা ইন্ডিয়ান আমেরিকান সোসাইটির সভাপতি। তিনি একজন বিশিষ্ট বহুভাষিক কলাম লেখক ও সাহিত্যিক, যাঁর ব্রিটিশ ও আমেরিকান সাহিত্যের উপর কুড়িটিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রায় ৪০ বছরের অধ্যাপনা জীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন। চার দশকের অধ্যপনায় যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, দমদম মতিঝিল কলেজ, বঙ্গবাসী সান্ধ্য কলেজ, অসমের মানকাছার কলেজ ও বিদেশে আমেরিকার Faireleigh Dickinsong Virginia Commonwealth University সঙ্গে।
তিনি ফিলাডেলফিয়ার ইন্টারন্যাশনাল থিওডোর ড্রাইজার সোসাইটির প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা পরিষদের সদস্য। আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে (Fairleigh Dickinson University etc.) ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়েছেন। অধিভুক্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে।
তাঁর কাব্য-জীবনের সূচনা হয় ২০১৪ সালে সাইবারউইট, এলাহাবাদ থেকে প্রকাশিত “The Ballad of the Bleeding Bubbles” কাব্যগ্রন্থের মাধ্যমে। ২০১৫ সালে “Oleander Blooms” Authorspress ২০১৫ প্রকাশের পর তিনি “ওলিয়ান্ডার কবি” নামে পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ অসমীয়াতেও অনূদিত হয়েছে “রক্তাক্ত বুরবুরানির মালিতা” নামে (অসম পাবলিশিং হাউস, ২০১৫)। পরবর্তীতে তিনি লিখেছেন “Our Daughter Our Princess” ২০১৭, “Renee Rudhagni” ২০১৯ এবং ২০২৫ সালে Patridge Publishing থেকে একশ ছোটগল্পের সংকলন Silhouette: Twilight of Love, Best Seller Children Story book Putu Shona and “Melody and Maladies” প্রভৃতি প্রকাশিত হয়। তাঁর কবিতা ইউরোপ, দক্ষিণ এশিয়া, আমেরিকা ও কানাডার বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত ও অনূদিত হয়েছে। তিনি নিয়মিতভাবে নারী সেলিব্রিটি, সমাজ ও সাহিত্যের বিভিন্ন বিষয়ে কলাম, প্রবন্ধ ও উত্তর সম্পাদকীয় লেখেন, যার সংখ্যা বর্তমানে প্রায় ৪ হাজার।
তিনি আন্তর্জাতিকভাবে “Best Professor of the Year 2018” স্বীকৃতি পেয়েছেন এবং ফেয়ারলি ডিকিনসন ইউনিভার্সিটির আন্তর্জাতিক ফোরামে আমন্ত্রিত হয়ে বক্তৃতা প্রদান করেন। তিনি অনেক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য Literamo Award, এ.পি.জে আব্দুল কালাম অ্যাওয়ার্ড, বাংলাদেশ গ্লোবাল নেশন গ্রুপের ‘ভানু সিং অ্যাওয়ার্ড’ এবং আরণ্যক প্রদত্ত “বঙ্গ শ্রেষ্ঠ-২০১৪”।
Bloomington ইউএসএ থেকে প্রকাশিত হয়েছে তাঁর ছোটগল্প সংকলন Six Feet Distance এবং শিশু সাহিত্যের বইগুলো বহুল পঠিত। তিনি প্রায় ১৫টি ব্রিটিশ ও আমেরিকান সাহিত্যের উপর গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য: “Francis Scott Fitzgerald” প্যাট্রিজ, সিঙ্গাপুর, ২০২০ এবং “Theodore Dreiser: Going Beyond Naturalism” (INSC, বেঙ্গালুরু, ২০২১)। তাঁর ভারতীয় ইংরেজী সাহিত্য নিয়ে একক প্রবন্ধ সংকলন ৬৪০ পাতার বই “Our Time Revisited-২০২৪ সালে IIP বেঙ্গালুরু থেকে প্রকাশিত হয়।
মার্কিন সাহিত্য গবেষক হিসেবে প্রকাশিত তাঁর গ্রন্থগুলি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। কলকাতার দমদম মতিঝিল কলেজের ইংরেজি স্নাতকোত্তর বিভাগের প্রাক্তন প্রধান হিসেবে তিনি বহু দেশি-বিদেশী কবি সাহিত্যিকদের নিয়ে কবিতা ও গল্পের Workshop এবং Lecuture Series আয়োজন করেছেন। তাঁর অনূদিত কবিতা, গল্প অসংখ্য দেশি-বিদেশী ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। যোগ দিয়েছেন দেশ-বিদেশের নানা কনফারেন্সে।
বাংলা ভাষায় তিনি শিশুদের জন্য লিখেছেন “সাতসাগরের মণিমুক্তো” (ওয়ার্ল্ড ক্লাসিকস), “ছোটদের ছোট গল্প”, উপন্যাস “বটবৃক্ষ” এবং ব্যঙ্গাত্মক উপন্যাস “লর্ড গণেশের দুধপান”, যা কলকাতা ও দিল্লি বইমেলায় বেস্টসেলার হয়েছে। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করেছেন। অসমীয়া, বাংলা ও ইংরেজি ভাষায় জাতীয় দৈনিক যেমন- Daily Headlines Today (Kashmir) Assam Tribune, The Statesman, আজকাল, দৈনিক স্টেটসম্যান, পুবের কলম, আমার আসাম, দৈনিক জন্মভূমি, Shillong Times, ইত্যাদিতে নিয়মিত লেখেন। কলকাতা থেকে প্রকাশিত একমাত্র ইংরেজি ম্যাগাজিন “Ayomoy”-এর অ্যাসোসিয়েট এডিটর হিসেবেও কাজ করছেন। তিনি বর্তমানে দেশের বহু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর এবং পিএইচডি গবেষণার মূল্যায়ক হিসেবে নিযুক্ত, যার মধ্যে রয়েছে Annamalai University, Nagpur University, Reva University, Vellore Institute of Technology, SLCS Madurai, VSSD PG College Kanpur, Prerna College PG Nagpur, JJTU University Rajasthan প্রভৃতি।








