আশা কর্মীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে জয়নগরে ধিক্কার দিবস পালন
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আশা কর্মীদের উপর পুলিশের নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে ধিক্কার দিবস পালন করা হয় আশা কর্মী সংগঠনের উদ্যোগে। জয়নগরেও এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা গেছে, গত ২৩ ডিসেম্বর থেকে আশা কর্মীরা বেতন বৃদ্ধি সহ আট দফা দাবিকে সামনে রেখে লাগাতার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। সেই আন্দোলনেরই অংশ হিসেবে বুধবার তাঁদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি ছিল। অভিযোগ, ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিভিন্ন এলাকায় পুলিশ আশা কর্মীদের আটকে দেয়, কাজে বাধা সৃষ্টি করে এবং কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জয়নগর ১ নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল এবং জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে ধিক্কার দিবস পালন করেন আশা কর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী আশা কর্মীরা পুলিশের ভূমিকার নিন্দা জানান এবং তাঁদের দাবিগুলি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান। আশা কর্মীদের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। ঘটনার জেরে এলাকায় প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।








