চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ফের বনদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ। এক সপ্তাহও কাটেনি, তার মধ্যেই বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি চা বাগানের ১৬ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাতটা নাগাদ চা বাগানের শ্রমিকরা দেখতে পান বনদপ্তরের পাতানো খাঁচার ভেতরে একটি চিতাবাঘ বন্দি হয়ে রয়েছে। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান চা বাগানের শ্রমিক ও আশপাশের এলাকার মানুষজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ বিভাগের বনকর্মীরা।
তাঁরা চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। গোটা উদ্ধার অভিযান নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। উল্লেখ্য, অতীতে কলাবাড়ি চা বাগান এলাকায় চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুসহ একাধিক আহত ও নিহতের ঘটনা ঘটেছে। সেই কারণেই এলাকায় নিয়মিতভাবে বনদপ্তরের তরফে খাঁচা পেতে রাখা হয়। সাম্প্রতিক সময়ে একের পর এক চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষজন বনদপ্তরের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন। বন আধিকারিকদের নিয়মিত টহল ও তৎপরতায় বিশেষভাবে খুশি চা বাগানের শ্রমিক মহিলারাও। তাঁদের আশা, এই ধরনের উদ্যোগের ফলে ভবিষ্যতে চিতাবাঘের হামলার আশঙ্কা অনেকটাই কমবে।








