বুনো হাতির তাণ্ডবে ভাঙল শোয়ার ঘর, প্রাণে বাঁচলেন গৃহকর্তা.!
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শালবাড়ি মধ্যপাড়া এলাকায় বুনো হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল হাতি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর গ্রাম এলাকায় ঘোরাঘুরির পর বুধবার ভোরের আলো ফুটতেই জঙ্গলে ফেরার পথে একটি বাড়ির শোয়ার ঘরে তাণ্ডব চালায় হাতিটি। সেই সময় ঘরের ভিতরেই শুয়ে ছিলেন বাড়ির গৃহকর্তা শ্যামল রায় উড়াও। পরিস্থিতি বুঝতে পেরে আতঙ্কিত অবস্থায় তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে তখন দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। শীতের দাপটে সাধারণত এলাকার বাসিন্দারাও রাতের বেলায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হন না। এই সুযোগকেই কাজে লাগায় বুনো হাতিটি। হাতির তাণ্ডবে শোয়ার ঘরটি সম্পূর্ণ ভেঙে যায়। পরে তাণ্ডব চালিয়ে হাতিটি মরারঘাট জঙ্গলের দিকে ফিরে যায়। এলাকায় একের পর এক বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি হাতির তাণ্ডবে একাধিক কৃষিজমির ফসল নষ্ট হওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত বন দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন। স্থায়ী সমাধানের মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা।








