উলুবেড়িয়া–১ ব্লকে ভোটার তালিকা সংশোধন পর্যবেক্ষণ করলেন অবজারভার শ্রী রাজীব কুমার
নতুন পয়গাম, অতসী মন্ডল, উলুবেড়িয়া, হাওড়া: উলুবেড়িয়া–১ ব্লকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি বুধবারও ধারাবাহিকভাবে চলেছে। এই চলমান শুনানির মধ্যেই ব্লক অফিসে মাননীয় পর্যবেক্ষকের উপস্থিতি প্রশাসনিক স্তরে বাড়তি গুরুত্ব যোগ করে। দিনভর নির্ধারিত তালিকা অনুযায়ী ভোটারদের নথিপত্র যাচাই করা হয়। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকার যেসব নামের মিল পাওয়া যায়নি, সেই সব ক্ষেত্রে শুনানির মাধ্যমে তথ্য যাচাই করা হয়। একই সঙ্গে বুথ লেভেল অফিসারদের মাধ্যমে নিষ্পত্তি না হওয়া লজিক্যাল ডিসক্রেপেন্সি সংক্রান্ত বিষয়গুলিও শুনানির আওতায় আনা হয়।
শুনানি চলাকালীন গোটা প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন মাননীয় অবজারভার শ্রী রাজীব কুমার (IAS)। তিনি শুনানি কক্ষ পরিদর্শন করেন এবং ভোটার ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি জানান, উলুবেড়িয়া–১ ব্লকে শুনানি প্রক্রিয়া সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। পাশাপাশি তিনি মত দেন, লজিক্যাল ডিসক্রেপেন্সি সংক্রান্ত মামলাগুলি যদি বুথ লেভেল অফিসারদের মাধ্যমেই নিষ্পত্তি করা যায়, তাহলে পুরো প্রক্রিয়া আরও গতিশীল হবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে শুনানির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কেন্দ্র সরকারের কর্মচারীরা মাইক্রো অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের তত্ত্বাবধানে কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শুনানি পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবীণ, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিশেষ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে বাড়ি গিয়ে শুনানি গ্রহণের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত দিনে অনুপস্থিত ভোটারদের জন্য পুনরায় শুনানির সুযোগ থাকছে। এদিনের শুনানি কার্যক্রমে উপস্থিত ছিলেন নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার (ERO) প্রণব কুমার মণ্ডল, উলুবেড়িয়া–১ ব্লকের বিডিও ও সহকারী নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার (AERO) এইচ. এম. রিয়াজুল হক -সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ধাপে ধাপে এই প্রক্রিয়া চালু থাকবে, যাতে ভোটার তালিকার নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা আরও জোরদার করা যায়।








