বড়জোড়া ব্লক সভাপতি উদ্যোগে তৃণমূল কংগ্রেসের জন্মদিন পালন
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: ১৯৯৮ সালের ১লা জানুয়ারি বাংলার রাজনীতির ইতিহাসে একটি মাইল স্টোন।এদিন জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে একজন লড়াকু নেত্রী জন্মদিয়েছিলেন একটি নুতন রাজনৈতিক দলের। যার নাম তৃণমূল কংগ্রেস। আজ সেই দলটি ২৮ বছরে পা দিল। দল গঠনের পর থেকে একটানা ১৪ বছর সিপিআইএমের মতো একটি রাজনৈতিক দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে তিনি আবার ইতিহাস তৈরি করলেন ,২০১১ সিপিআই এম কে পরাজিত করে । মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে প্রমাণ করে দেখালেন সিপিআইএম কেও হারানো যায়। আজ সেই তৃণমূল কংগ্রেসের জন্মদিন । বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় এর উদ্যোগে মর্যাদার সঙ্গে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায় দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক আইএনটিটিইউসির সভাপতি মহম্মদ ওয়েস, ব্লক ছাত্রনেত্রী স্নেহা মুখোপাধ্যায়, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পম্পা ধীবর, ব্লক যুব সভাপতি সুখেন সিং দলের অসংখ্য নেতা ও কর্মী। এদিন বেশ কিছু দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়।








