এবারের আইএসএলের প্রথম ডার্বি ৩ রা মে, এখনও অন্ধকারে মহামেডান
স্টাফ রিপোর্টার: বহু প্রতীক্ষিত এবারের আইএসএলের প্রথম ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে ৩ রা মে। ১৪ ফেব্রুয়ারি থেকে যে আইএসএল শুরুর যে পরিকল্পনা হয়েছে, তাতে ক্লাবগুলি ক্রীড়াসূচির যে প্রাথমিক একটা খসড়া তৈরি করেছে, তাতে কলকাতায় ডার্বি ম্যাচের জন্য দিন ধার্য হয়েছে ৩ মে। হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ইস্ট-মোহন ডার্বির পাশাপাশি কলকাতায় আরো দুটো (ইস্টবেঙ্গল- মহামেডান,মোহনবাগান-মহামেডান) ডার্বিও অনুষ্ঠিত হবে। কিন্তু মহামেডান এখনও জানাতে পারেনি, তারা কোথায় ইস্টবেঙ্গল-মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এমনিতে মহামেডানের ইচ্ছে রয়েছে কলকাতাতেই কিশোরভারতী স্টেডিয়ামে ম্যাচ খেলা। কিন্তু তারজন্য যে সরকারি অনুমতির দরকার, সে ব্যাপারে এখনও চূড়ান্ত অনুমতি কর্তৃপক্ষকে দেখাতে পারেনি মহামেডান। ফলে আইএসএলের ক্রীড়াসূচিতে তাদের হোম ম্যাচের দিনক্ষণ কিছুই দেখানো হয়নি। তবে সাদা-কালো কর্তারা আশাবাদী, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কিছুদিনের মধ্যেই আইএসএলে তাদের হোমগ্রাউন্ডের সমস্যা মিটে যাবে।এক্ষেত্রে বারাসাত দ্বিতীয় অপশন হতে পারে।শোনা যাচ্ছে জামশেদপুরেও খেলতে পারে।সেক্ষেত্রে সমর্থকরা মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হবে।








