বিশ্বজুড়ে ভূলুণ্ঠিত সংবাদমাধ্যমের স্বাধীনতা ২০২৫-এ বন্দি ৫৩৩, নিহত ১২৮ সাংবাদিক
নতুন পয়গাম: সদ্য বিদায় নেওয়া ২০২৫ সাল বিশ্বজুড়ে সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য ছিল রক্তক্ষয়ী একটি বছর। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) তার বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন দেশে ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় বেশি। এর মধ্যে অর্ধেকের বেশি প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যে।
শুক্রবার ইউরোপের সদর দফতর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে এই রিপোর্ট প্রকাশ করে আইএফজে-র জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলাঙ্গার বলেন, এটা আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক রেড অ্যালার্ট। গাজায় ইসরাইলের একতরফা যুদ্ধে ২০২৫ সালে শুধু ফিলিস্তিনেই ৫৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। তাঁর কথায়, এত অল্প সময়ে এবং এত ছোট ভৌগোলিক এলাকায় এত বিপুল সংখ্যক সংবাদকর্মীর নিহত হওয়া আমরা আগে কখনো দেখিনি।
ফিলিস্তিন ছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনার কথা রয়েছে ওই রিপোর্টে। এসব হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় নিন্দা জানিয়ে তিনি একে ‘বিচারহীনতার সংস্কৃতি’র সঙ্গে তুলনা করে সতর্ক করে বলেন, বিচার না হওয়ায় হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে।
হত্যার পাশাপাশি সাংবাদিকদের জেলবন্দী করার প্রবণতা বেড়েছে। আইএফজের তথ্য মতে, বর্তমানে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন; যা গত পাঁচ বছরের তুলনায় দ্বিগুণের বেশি। সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ক্ষেত্রে চীন শীর্ষ স্থানে রয়েছে। দেশটিতে ১৪৩ জন সাংবাদিক বন্দী আছেন। অন্যদিকে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ) জানিয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্বে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। আবার ইউনেসকোর হিসেবে এই সংখ্যা ৯৩।








