সাগরদিঘীতে শুরু হলো ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির তৃতীয় রাজ্য সম্মেলন
নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী: রক্তদানে ভয় নয়, বরং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শনিবার মুর্শিদাবাদের সাগরদিঘীতে শুরু হলো “ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি”-র তৃতীয় রাজ্য সম্মেলন। বহু প্রতীক্ষিত এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার সাগরদিঘী কিংকর স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে এদিন সকালে সাগরদিঘী বাজার এলাকা জুড়ে এক বিশাল সচেতনতা র্যালির আয়োজন করা হয়। র্যালিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রক্ত আন্দোলনের যোদ্ধা, স্কুল পড়ুয়া, সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। রক্তদানের গুরুত্ব ও নতুন রক্তদাতা তৈরির বার্তা নিয়ে এই র্যালি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।
সম্মেলনের পতাকা উত্তোলন করেন পদ্মশ্রী প্রাপক অরুণাদয় মণ্ডল। উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক কবি ঘোষ, বিশিষ্ট চিকিৎসক ডা. বিজয় প্রসাদ মুখোপাধ্যায়, স্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বনিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি ফায়েজুল হক (কাজল শেখ), জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ, এসডিপিও প্রবীর মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান, সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাসসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আয়োজকদের জানানো হয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো রক্তদানে ভীতি দূর করা, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং রাজ্যজুড়ে একটি শক্তিশালী রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলা। সম্মেলন চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।








