হুগলি জেলার মুখ্য ডাকঘর নবরূপে নবসাজে
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ হুগলি জেলার বহু স্মৃতিধন্য চুঁচুড়ার চকবাজারের অনতিদূরে হুগলি মুখ্য ডাকঘর নবরূপে সেজে উঠেছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর ডাক বিভাগ এই ডাকঘরটিকে নব রূপে সাজিয়ে তোলায় গ্রাহক সহ ডাকঘরের আধিকারিক ও কর্মচারী মহলে খুশির হাওয়া। যা ইংরেজি নববর্ষের কাছে উপহার বলে মনে করছেন সকলে। ডাকঘরের ওপারে উত্তর চব্বিশ পরগনার বহু গ্রাহক নদী পেরিয়ে এসে এই ডাকঘরটি ব্যবহার করে থাকে। সমগ্র ডাকঘরটি নবরূপে সেজে ওঠায় বছরের প্রথম দিনে দুই জেলার গ্রাহক সহ সকলের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। উল্লেখ্য, এতদিন ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা হুগলি মুখ্য ডাকঘর থেকে দেওয়ার পাশাপাশি এখান থেকে বেশ কিছু পণ্য বিক্রিও করা হয়ে থাকে। সেই পরিষেবাগুলি আজ সকলের সামনে মুক্ত করে প্রকাশ্যে বিক্রয় করা হয়।
আরও পড়ুন








