আজ শুরু ছোটদের বিশ্বকাপ, প্রথম দিনেই মাঠে নামছে ভৈবরা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম: গতবার তীরে এসে ডুবেছিল তরী। শেষবার এই আসরে যশ ধুলের নেতৃত্বে টিম ইন্ডিয়া ফাইনালে গেলেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। তাই এবার আঁটঘাট বেঁধেই নামতে চলেছে বিশ্বকাপের সফলতম টিম।মোট পাঁচবার খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শুভমান গিলরা এই প্রতিযোগিতা থেকেই প্রচারের আলোয় এসেছেন। শুধু ভারতীয় তারকাদের উত্থানের মঞ্চ নয়, ব্রায়ান লারা, সনৎ জয়সূর্য, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জো রুটরাও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাদপ্রদীপের আলোয় এসেছেন। তাই এই টুর্নামেন্ট নতুন প্রতিভা অন্বেষণের মঞ্চও বটে। অবশ্য ভারতের বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যেই প্রচারের আলোয়। আর সেই তালিকার শীর্ষে বৈভব সূর্যবংশী। বিহারের ১৪ বছরের এই বিস্ময় বালক তো ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন।
আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশের নিয়মিত সদস্য। কোটিপতি লিগে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিকও বৈভব। ওপেনিংয়ে তাকে থামাতে না পারলে বিপক্ষ দলের কপালে দুঃখ রয়েছে। তার পার্টনার তথা দলের ক্যাপ্টেন আয়ুষ মাত্রেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। তবে অধিনায়কের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়, যা চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। অবশ্য ব্যাটিংয়ে বিহান মালহোত্রা, অ্যারন জর্জ, অভিজ্ঞান কুন্ডুরা দারুণ ফর্মে। বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন কণিষ্ক চৌহ্বান, কিশান সিংরা। তাছাড়া ভারতের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। শেষ ১৬ ম্যাচের মধ্যে ১৩টি জিতেছে টিম ইন্ডিয়া। তারমধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাতে গিয়েও সিরিজ জিতে এসেছেন আয়ুষরা। পক্ষান্তরে, উৎকর্ষ শ্রীবৎসের আমেরিকাও বেগ দিতে তৈরি। ব্যাটিংয়ে তাদের প্রধান ভরসা উৎকর্ষ ও আমোঘ আরেপল্লি। তবে শক্তির নিরিখে তারা ভারতের থেকে অনেক পিছিয়ে। তাই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে হারাতে অসুবিধা হওয়ার কথা নয় বৈভব-আয়ুষদের। এখন দেখার আকাঙ্খিত জয় আসে,নাকি অঘটন ঘটায় ইউএসএ!
আজ অনূর্ধ্ব বিশ্বকাপেঃ
ভারত বনাম ইউএসএ।
খেলা শুরু দুপুর ১টায়।
সম্প্রচার স্টার স্পোর্টসে।








