চোপড়ার লালবাজারে সাড়ম্বরে উদ্বোধন হলো ‘আল হিকমাহ মডার্ন মিশন’
নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লালবাজার এলাকায় এদিন সাড়ম্বরে উদ্বোধন হলো আধুনিক ও ইসলামিক মূল্যবোধে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান ‘আল হিকমাহ মডার্ন মিশন’। ইংরেজি বছরের অন্তিম লগ্নে শীতল আবহাওয়ার মধ্যেই এই প্রতিষ্ঠানের সূচনার মাধ্যমে এলাকার শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের সূচনা করেন আল হিকমাহ মডার্ন এডুকেশনাল ট্রাস্টের প্রেসিডেন্ট রেসিনা খাতুন এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আব্দুল হান্নানের মা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও কোটগছ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক রৌশন আলম, সাংবাদিক মুতাহার আলম, সমাজসেবক জাকির হুসেন (বাবলু), সাংবাদিক জাহেদুল, ক্বারি এজাবুল ইসলাম, মৌলানা ইমাম রাকিব, সমাজসেবক আব্দুল করিম, মৌলানা রাজিবুল ইসলাম, ইমাম হাবিবুর রহমান সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।
এদিনের অনুষ্ঠানে শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক রৌশন আলম বলেন, ইংরেজি বছরের অন্তিম লগ্নে, বছরের শীতলতম দিনে লালবাজার এলাকায় আল হিকমাহ মডার্ন মিশনের পথচলা শুরু হলো। আমি আশাবাদী, আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে রূপ নেবে এবং এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজ রৌশন আলম বলেন, ভারতের সর্বশেষ জনগণনা অনুযায়ী স্বাক্ষরতার হারে পশ্চিমবঙ্গের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুর। বিশেষ করে মুসলিম সমাজের স্বাক্ষরতার হার অত্যন্ত উদ্বেগজনক।
আল হিকমাহ মডার্ন মিশন আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করবে। উত্তরবঙ্গের মঞ্জুর আলম তাঁর বক্তব্যে বলেন, দরিদ্র মানুষকে সাময়িক আর্থিক সহায়তা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে না। কিন্তু একজন ছাত্রছাত্রীকে শিক্ষিত করতে পারলে সে তার পরিবার ও সমাজের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আল হিকমাহ মডার্ন মিশনের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব হবে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আব্দুল হান্নান জানান, চোপড়া ব্লকে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ইসলামিক ও নৈতিক শিক্ষার সমন্বিত ব্যবস্থা খুবই সীমিত। আল হিকমাহ মডার্ন মিশনে আধুনিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হবে, যাতে ছাত্রছাত্রীরা সুশিক্ষিত ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশাবাদ লক্ষ্য করা যায়।








