বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে হরিশ্চন্দ্রপুর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন
নতুন পয়গাম, উমার ফারুক, মালদা: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার হরিশ্চন্দ্রপুর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। বইমেলা কমিটির দাবি,হরিশ্চন্দ্রপুর-১ ও ২ ব্লকের প্রাইমারী,হাই স্কুল, হাই মাদ্রাসা,সিনিয়র মাদ্রাসা,এসএসকে ও এমএসকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা এবং বইপ্রেমী,শিক্ষানুরাগী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় হরিশ্চন্দ্রপুর বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা,আলোচনা সভা,সাহিত্য বাসর সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর দক্ষিণ শিক্ষা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তথা বইমেলা কমিটির সভাপতি তারক মণ্ডল বলেন,এলাকার শিক্ষক,শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টায় হরিশ্চন্দ্রপুর বইমেলার আয়োজন করা হয়েছে। সুস্থ সংস্কৃতির বার্তা দিতে ও ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া বইমেলার মূল লক্ষ্য।
হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বইমেলা কমিটির সম্পাদক মফিজউদ্দিন আহমেদ বলেন, এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হরিশ্চন্দ্রপুর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।হরিশ্চন্দ্রপুরের শিক্ষক,শিক্ষিকা,ছাত্রছাত্রী এবং বইপ্রেমী ব্যক্তিরা পদযাত্রায় পা মেলান।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম,জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম,সদস্য বারেকুল ইসলাম,আমিনুল ইসলাম,হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন সহ জন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিগণ।








