আশ শিফা হেলথ্ সেন্টারের ব্যতিক্রমী উদ্যোগ
মদুদ আহমেদ, নতুন পয়গাম, সামশেরগঞ্জ: আশ শিফা হেলথ্ সেন্টার সামশেরগঞ্জ ব্লক ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে সুনামের সঙ্গে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। এলাকার মানুষদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আজ ৩০ শেষ ডিসেম্বর, মঙ্গলবার, আশ শিফা হেলথ্ সেন্টারের পরিচালনায় ও জামাআতে ইসলামী হিন্দের ব্যবস্থাপনায় আশ শিফা হেলথ্ সেন্টার প্রাঙ্গণেই একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের করা হয়।উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে তিন শতাধিকেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এবং এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।এছাড়াও চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ, ECG পরীক্ষা ও সুগার টেষ্টের ব্যবস্থা রাখা হয়েছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং চক্ষু বিশেষজ্ঞ মিলে ৮ জন চিকিৎসক চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন। হোমিওপ্যাথি ঔষধ, অ্যালোপ্যাথি ঔষধ (কিছু) ফ্রি প্রদান করা হয়েছে। বক্ষরোগ বিশেষজ্ঞ ডাঃ তানভীর আহমেদ, ডা: আব্দুস সামাদ, জেনারেল ফিজিসিয়ান ডা: নুর আলম, ডা: আকিব জাভেদ, হোমিওপ্যাথিক জেনারেল ফিজিসিয়ান ডা: এম.এস.হক, ডা: সালামুন নাসিম, ডা: সামাউন হক প্রমুখ। এছাড়াও ৭ জনের চক্ষুরোগ বিষয়ক বিশেষজ্ঞসহ টিম উপস্থিত ছিলেন।
এদিনের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস শিফা হেলথ সেন্টারের সভাপতি মসিউর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি, সামশেরগঞ্জ থানার IC সুব্রত ঘোষ মহাশয়, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ মতিউর রহমান সাহেব, মুর্শিদাবাদ সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি আশফাক হোসেন মহাশয়, সাবেক সহকারী জেলা নাজিম সাইদুর রহমান সাহেব, সলিডারিটি রাজ্য বিভাগীয় সম্পাদক রমজান আলী, আমীরে মুকামী যথাক্রমে ডা: নাজির হোসেন, আব্দুল বাসীর, মোঃ সাদিকুর রহমান, মৈমুর আনসারী, আজকের হেল্থ ক্যাম্পের আহবায়ক কাজী মহম্মদ আলী প্রমুখ। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষ সন্ধিক্ষণে হাজির হয়েছিলেন এসআইওর প্রাক্তন কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও ওয়েলফেয়ার পার্টির রাজ্য ভাইস প্রেসিডেন্ট সারওয়ান হাসান সাহেব। তিনিও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।








