ফিসিং সেন্সর লাইটে মুড়ে ফেলা হয়েছে গোটা সুন্দরবন
নতুন পয়গাম, হাসান লস্কর, কুলতলী: শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সুন্দরবনের গভীর জঙ্গলের বাঘ লোকালয় সংলগ্ন জঙ্গল ও গ্রামগুলিতে আসা-যাওয়া করতে দেখা যায় হামেশাই। আগামী দিনে জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বাঘের উৎপাত কমাতে বনদপ্তরের নতুন পরিকল্পনা ফিসিং সেন্সর লাইট জঙ্গল সংলগ্ন খাল খাড়ির পাশে নেটের উপরে দেয়া হচ্ছে ৩০০ টি। বিশেষ করে যে সমস্ত জায়গাগুলি বাঘের পাক মার্ক বা বাঘের গতিবিধি লক্ষ্য করা যায় বা বাঘ লোকালয়ে আসার জায়গা গুলিতে চিহ্নিত করে সেখানেই এই লাইট গুলি লাগানো হচ্ছে। আগামী দিনে গভীর জঙ্গল থেকে খাবারের সন্ধান কিম্বা মৎস্যজীবীদের কাটা জালের ফাঁক থেকে বাঘ আর আসবেনা গ্ৰামে এমনই ধারণা বন দপ্তরের আধিকারিকদের। গতবার ৩৮ বার জঙ্গল সংলগ্ন লোকালয়ে বাঘ এলেও এবারে তা মাত্র দুই। তিন শতাধিক এই লাইট লাগানোর ফলে সহজেই গ্ৰামে আর আসবেনা বাঘ। শীতের দিনগুলিতে জঙ্গল সংলগ্ন গ্রামের মৎস্যজীবী থেকে সাধারণ মানুষরা নিরাপদেই থাকতে পারবে।








