চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল চুঁচুড়ায়
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট। এদিন উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় চিনসুরা থার্ড গ্রাউন্ডে। এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে দিয়ে আগামী কয়েকদিন ধরে চলবে উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই।
এদিনের প্রথম ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যায়। ম্যাচের প্রথমার্ধে উভয় দলই একটি করে গোল করে ম্যাচকে সমতায় নিয়ে আসে। দর্শকদের উল্লাসে মাঠ তখন মুখরিত। বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে ওঠে ম্যাচ।
দ্বিতীয়ার্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তে পেয়ারাবাগান দল একটি অতিরিক্ত গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। নির্ধারিত সময় শেষে ২-১ গোলে পেয়ারাবাগান দল প্রতিপক্ষকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানোই মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। শুধু তাই নয়,আগামীদিনে ফুটবলপ্রেমীরা আরও রোমাঞ্চকর ম্যাচ উপহার পাবে বলে আশা করা হচ্ছে।








