জমজমাট বিএসএলে ছুটছে ব্যারেটোর হাওড়া-হুগলী ওয়ারিয়র্স
নতুন পয়গাম, এম.রহমান, হাওড়া: মাঠের বাইরের বিতর্ক পিছনে ফেলে ছুটছে ব্যারেটোর দল। জুয়ার স্পনসর, ম্যাচ ফিক্সিং ইত্যাদির মতো অভিযোগ উঠছে বিএসএলকে ঘিরে। তবে তার প্রভাব দলে পড়দে দেননি একদা মোহনবাগানের প্রাণভোমরা। ইতিমধ্যেই জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ছিল রয়্যাল সিটি। বৃহস্পতিবার ম্যাচ হেরে শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছিল সুন্দররবন বেঙ্গল অটো। কিন্তু ব্যারেটোর দল সেই ভুলটা করেনি। আগের ম্যাচে এফসি মেদিনীপুরকে ৫-০ গোলে হারানোর পর এদিন শৈলেন মান্না স্টেডিয়ামে কোপা টাইগার্স বীরভূমকে ৩-০ গোলে হারাল তারা।
৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে হাওড়া হুগলি। দ্বিতীয় স্থানে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ চব্বিশ পরগনা। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে বর্ধমান। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ছয়ে নর্থবেঙ্গল। এরপর রয়েছে এফসি মেদিনীপুর। তাদের পয়েন্ট ৯ ম্যাচে ৮। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২। তবে শীর্ষে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ সবুজ তোতা।তিনি বলেন- ‘এখনো অনেক পথ পেরোতে হবে,একটা ম্যাচে হারজিত টেবিল ওলটপালট করে দিতে পারে।’








