এসআইআর ঘিরে উত্তেজনা ভাঙড়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ
নতুন পয়গাম, সাহিনুর ইসলাম, ভাঙড়: ভোটার তালিকা থেকে হঠাৎ বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় উত্তেজনা, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শানপুকুর এলাকায়। অভিযোগ, একটি বুথে ১৩০০ ভোটারের মধ্যে প্রায় ৩৮০ জনের নাম বাদ যাওয়ার অভিযোগে বুধবার সন্ধ্যায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বিক্ষোভে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে অবরোধ উঠলেও এলাকায় ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি। কীভাবে এত ভোটারের নাম তালিকা থেকে বাদ গেল, তা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া স্বচ্ছ ও মানবিক না হলে, এমন ঘটনাই বারবার গণতন্ত্রের ওপর মানুষের আস্থাকে প্রশ্নের মুখে ফেলবে-এমনটাই মত স্থানীয়দের।








