বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিল দশটি পরিবার
মোহাম্মদ সানাউল্লা, নলহাটি: উন্নয়নের সংলাপে আস্থা রেখে নগোরা গ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল দশটি পরিবার। নলহাটি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের উন্নয়ন ও জনমুখী প্রকল্পে বিশ্বাস প্রকাশ করেন তাঁরা। এদিন মুস্তাফাডাঙ্গাপাড়া, নগোরা ও বানেশ্বর গ্রামে স্ট্রিট কর্নার সভার মাধ্যমে সরকারের সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। পাশাপাশি মুস্তাফাডাঙ্গাপাড়া মাদ্রাসা পরিদর্শন করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তৃণমূল নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাঁসন বিধানসভার বিধায়ক অশোক কুমার চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল সভানেত্রী সাহারা মণ্ডল-সহ ব্লক ও অঞ্চলের একাধিক নেতা। নেতৃত্বদের বক্তব্য, মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়াই তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার— আর সেই উন্নয়নের ফলেই বাড়ছে মানুষের আস্থা।








