সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ধূপগুড়ি শহরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। মঙ্গলবার সকালে বিবেকানন্দপাড়ায় অবস্থিত স্বামীজীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এবিভিপি-র সমর্থকরা। পরবর্তীতে সকাল প্রায় এগারোটা নাগাদ অনুষ্ঠানে উপস্থিত হন ধূপগুড়ি মহকুমা শাসক শ্রদ্ধা শুব্বা, ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং সহ পৌরসভার আধিকারিকরা।
এদিন স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে মোমবাতি প্রজ্বালন ও পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহকুমা শাসক নিজ হাতে ক্ষুদে শিশুদের মধ্যে লাড্ডু বিতরণ করেন। পাশাপাশি স্বামীজীর জীবনাদর্শ ও দর্শন নিয়ে তাৎক্ষণিক আলোচনা করেন মহকুমা শাসক ও উপস্থিত আধিকারিকরা। অন্যদিকে অখিল ভারত বিবেকানন্দ যুব মণ্ডলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি গোটা শহর পরিক্রমা করে, যেখানে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এছাড়াও ধূপগুড়ির বারঘরিয়া কদমতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে স্বামীজীর জন্মজয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে দুঃস্থ ও গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেশ কুমার সিং, শ্রদ্ধা শুব্বা, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন রাজেশ কুমার সিং বলেন, “ধূপগুড়ি শহরে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হয়েছে।”








