৫০তম সাবজুনিয়র ও জুনিয়র জাতীয় যোগা প্রতিযোগিতায় তিন বিভাগে রুপো জয় সৃজা সাহার
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: ঝাড়খণ্ডের জৈন স্মৃতি ভবনে গত ২৭ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হল ৫০ তম সাব জুনিয়র ও জুনিয়র জাতীয় যোগা প্রতিযোগিতা ২০২৫। এই প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করল বাংলার মেয়ে সৃজা সাহা। দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াইয়ে নেমে ট্র্যাডিশনাল, আর্টিস্টিক ও ফ্রি ফ্লো—এই তিনটি বিভাগেই রৌপ্য পদক জিতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখে সৃজা। এই জাতীয় মঞ্চে একসঙ্গে তিন বিভাগে পদক জয় নিঃসন্দেহে বড় কৃতিত্ব। সৃজার এই সাফল্যে গর্বিত তার কোচ, পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। তাঁদের মতে, কঠোর অনুশীলন, নিষ্ঠা ও আত্মবিশ্বাসই সৃজাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। আগামী দিনে সৃজাকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্যের প্রত্যাশায় রয়েছে সবাই।
আরও পড়ুন








