সাউথ মালদা কলেজে অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬
নতুন পয়গাম, এম. আহমেদ, বৈষ্ণবনগর: শুধু পুঁথিগত বিদ্যা নয়! পাশাপাশি প্রয়োজন খেলাধুলা ও শরীরচর্চা। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের আত্মোন্নয়ন ও বিকাশ অসম্ভব বললেই চলে। কেননা ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশের জন্য খেলাধুলা করাও অত্যন্ত জরুরী। সেই লক্ষ্যে আজ বুধবার মালদা জেলার “সাউথ মালদা কলেজে” অনুষ্ঠিত হল আবেগপ্রবণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত ক্রিড়া প্রতিযোগিতায় প্রতিযোগিতা হিসেবে শটপাট, ডিসকাস থ্রো, হাই জাম্প, লং জাম্প, জ্যাভলীন, দৌড়সহ প্রভৃতি প্রতিযোগিতা রাখা হয়।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা তথা সাউথ মালদা কলেজের সভাপতি চন্দনা সরকার। এছাড়াও ছিলেন, সাউথ মালদা কলেজের অধ্যক্ষ সেখ আহমাদ হোসাইন। এদিন ক্রীড়া প্রতিযোগিতা, পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এছাড়াও মশাল দৌড়, প্যারেড ও প্রদীপ প্রজ্জ্বলন এবং শপথ গ্রহনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ মালদা কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের কলেজের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। সাউথ মালদা কলেজ ক্রীড়া বিভাগের অধ্যাপক ইকবাল আহমেদ জানান, আমি আশা রাখছি আমাদের ছাত্র ছাত্রীরা আরও ভালো খেলবে এবং এগিয়ে যাবে। বিভিন্ন জেলা সহ রাজ্য স্তরে আমাদের ছাত্রছাত্রীরা খেলাধুলা করুক ও কলেজের মুখ উজ্জ্বল করুক। বিগত বছরে দেখা গেছে রিপাবলিক ডে উপলক্ষ্যে দিল্লির লাল কেল্লায় অনুষ্ঠিত প্যারেডে ‘অনামিকা মন্ডল’ নামে এক ছাত্রী প্যারেডে অংশগ্রহণ করে। এবছরও রিপাবলিক ডে উপলক্ষ্যে লাল কেল্লায় একজন ছাত্র প্যারেডে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।








