বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ছেলের
নতুন পয়গাম, এম আহমেদ, রঘুনাথগঞ্জ: বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ছেলের। সোমবার ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর এলাকায়। মৃত যুবকের নাম রমজান শেখ (২২)। জানা গেছে বাড়ির ছাদে কাজ করার সময় হঠাৎই বাবা তাদবির আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তৎক্ষনিকভাবে ছেলে রমজান শেখ দেখতে পেলে বাবাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। পরিবারের সদস্যরা তড়িঘরি বাবা ও ছেলেকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রমজান শেখকে মৃত বলে ঘোষণা করে। আশংকাজনক অবস্থায় বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা তাদবীর আলম (৪৫) । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের ওমরপুর এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জথানার পুলিশ।
আরও পড়ুন








