দেগঙ্গায় সলিডারিটির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ও পিকনিক
নতুন পয়গাম, কুদ্দুস আলি মোল্লা: রবিবার ২৫ জানুয়ারি সলিডারিটি ইয়ুথ মুভমেন্টের পরিচালনায় উত্তর দেগঙ্গায় ক্রিকেট টুর্নামেন্ট ও পিকনিকের আয়োজন করা হয়। এলাকার কিশোর ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন সলিডারিটির রাজ্য প্রতিনিধি শাহরুখ হাসান আলী, সংগঠনের দেগঙ্গা নর্থ মঞ্জিলহাটির সদস্য আবু হাসান, আব্দুর রউফ ও মারুফ বিল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শরীরচর্চা, খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ যুবকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন দল অংশগ্রহণ করে এবং খেলাকে কেন্দ্র করে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পিকনিকে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টের আয়োজন ছিল। শতাধিক কিশোর ও যুবক উপস্থিত ছিলেন।








