ভুল বিধানসভা কেন্দ্রের উল্লেখে এসআইআর নোটিশ
নতুন পয়গাম, মোহাম্মদ সানাউল্লা, নলহাটি: নলহাটি ২ নম্বর ব্লকে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনিক বিভ্রান্তির অভিযোগ উঠেছে। হাঁসন (২৯২) বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি যাচাই সংক্রান্ত নোটিশে ভুলবশত ২৮৮ লাবপুর বিধানসভা কেন্দ্রের নাম উল্লেখ থাকায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ‘হিয়ারিং প্রোসিডিংস’ নোটিশে ভগলদিঘী গ্রামের ভোটার মাজিদা খাতুনের শুনানির জন্য বিধানসভা কেন্দ্র হিসেবে লাবপুরের নাম লেখা হয়। অথচ তিনি প্রকৃতপক্ষে হাঁসন বিধানসভা কেন্দ্রের ভোটার। এই ধরনের ভুলের ফলে ভোটার তালিকায় নাম স্থানান্তর হয়ে যাওয়া বা ভবিষ্যতে নতুন করে হয়রানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার নলহাটি ২ নম্বর ব্লক প্রশাসনের ডাকে লোহাপুর এমআরএম হাই স্কুল মাঠে হাজির হয়ে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, ভুল তথ্য সম্বলিত নোটিশ ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও প্রাথমিকভাবে স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি বলে অভিযোগ ওঠে। এদিকে ব্লক বিডিও প্রিয়াঙ্কা সাধুখান জানান, এটি ব্লক অফিসের অভ্যন্তরীণ ব্যবহারের একটি ফর্ম, যেখানে প্রিন্টিংয়ের সময় অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ফর্মে লাবপুরের জায়গায় সঠিকভাবে হাঁসন বিধানসভা কেন্দ্র লেখা হচ্ছে এবং এতে ভোটার তালিকায় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই তিনি আশ্বস্ত করেন।








